বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৪, ২৭ জুলাই ২০২৫

জুলাই মামলায় নির্দোষদের আসামি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই মামলায় নির্দোষদের আসামি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মামলার অনেকগুলোতে নির্দোষ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "যেখানে একটি ঘটনায় ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে করা হয়েছে ২০০ জনকে। এ কারণেই তদন্তে দেরি হচ্ছে।"

রোববার বিকেলে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি জানান, কিছু মামলার তদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশ সংস্কার কমিশনে কোনো ছাত্র প্রতিনিধি নেই।"

একই অনুষ্ঠানে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর সংরক্ষণ ও বাঁধানোর কাজ চলছে। একইসঙ্গে গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগও বাস্তবায়নাধীন রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।