বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ২৭ জুলাই ২০২৫

বগুড়ায় জমি দখলের চেষ্টা ও ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ায় জমি দখলের চেষ্টা ও ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
ছবি: সদ্য সংবাদ

বগুড়ার শাজাহানপুর উপজেলার ছালনা দিঘীরপাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলা এবং ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মৌসুমী খাতুন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি জানান, তার শ্বশুর জবেদ আলী প্রায় ৪০ বছর ধরে শাজাহানপুর উপজেলার মাসিন্দা মৌজার ২২ শতক জমি (জেএল নং ২০৩, খতিয়ান ৩১৫, হাল দাগ ২৭৩) বৈধ দলিল অনুযায়ী ভোগদখল করে আসছিলেন।

মৌসুমীর অভিযোগ, প্রতিবেশী বুলবুল মিয়া ও জিল্লুর রহমান ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ১১ জুলাই সকালে অস্ত্রসহ সংঘবদ্ধভাবে তারা জমিতে হামলা চালিয়ে তার শ্বশুর, শাশুড়ি ছাবেদা বেগম এবং তাকেও মারধর করেন। এ সময় স্বর্ণালঙ্কার ছিনতাই, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগও তুলেন তিনি।

স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে শাজাহানপুর থানায় মামলা করলে পুলিশ বুলবুল মিয়া ও জিল্লুর রহমানকে গ্রেফতার করে। তারা জামিনে মুক্তি পেয়ে ২৩ জুলাই পুনরায় জমিতে হানা দিয়ে সদ্য রোপণ করা ধানের চারা উপড়ে ফেলে দেয়। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মৌসুমী।

সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবার জমির নিরাপত্তা ও নিজেদের শারীরিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সম্পর্কিত বিষয়: