শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১০:৫১, ২৬ জুলাই ২০২৫

পটুয়াখালীতে নিম্নচাপে উপকূলের পানির উচ্চতা বৃদ্ধি

পটুয়াখালীতে নিম্নচাপে উপকূলের পানির উচ্চতা বৃদ্ধি
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুক্রবার ভোর থেকে শুরু হয় থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া, যার ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

কুয়াকাটাসংলগ্ন সাগর এলাকা জোয়ারের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সৈকত এলাকার অনেক দোকানপাট তলিয়ে গেছে, ফলে বেচাকেনা বন্ধ রয়েছে এবং পর্যটনকেন্দ্রটি কার্যত অচল হয়ে পড়েছে।

এদিকে, পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীর ফেরিঘাটে জোয়ারের পানি গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে করে দুই পাড়ের মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী জানিয়েছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সতর্কতা হিসেবে পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকলে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।