বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩১, ২৪ জুলাই ২০২৫

বগুড়ায় বদলে যাচ্ছে করোতোয়ার পাড়, গড়ে উঠছে বিনোদন কেন্দ্র

বগুড়ায় বদলে যাচ্ছে করোতোয়ার পাড়, গড়ে উঠছে বিনোদন কেন্দ্র

বগুড়ার কেন্দ্র দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী করোতোয়া নদীপাড়ে শুরু হয়েছে ব্যাপক সৌন্দর্যবর্ধন কার্যক্রম। একসময় অবহেলিত ও দূষিত অবস্থায় থাকা এই নদী এখন রূপ নিচ্ছে নতুন এক নাগরিক বিনোদন কেন্দ্রে। নদীপাড়জুড়ে গড়ে উঠছে হাঁটার পথ, বসার স্থান, সবুজায়ন ও সৌরশক্তিনির্ভর আলোকসজ্জা যা শহরবাসীর জন্য সৃষ্টি করেছে প্রশান্তিময় এক পরিবেশ।

নদীর উন্নয়ন কাজ পরিচালনা করছে পানি উন্নয়ন বোর্ড বগুড়া। জানা গেছে, ৪৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে করোতোয়া নদীর ২৮ কিলোমিটার এবং সুবিল ও অটো খালের ২৭ কিলোমিটার পুনঃখনন সম্পন্ন হয়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ দখল ও দূষণ রোধ এবং অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য।

এ প্রকল্পের আওতায় বগুড়া শহরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসপি ব্রিজ পর্যন্ত ৭৩০ মিটার এলাকায় নদীর ডান তীরে স্লোপ প্রটেকশন, ওয়াকওয়ে, বসার বেঞ্চ ও অন্যান্য সৌন্দর্যবর্ধনমূলক কাজ সম্পন্ন হয়েছে।

মেসার্স হুমায়রা ফাহমিদা নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটির হুমায়ন কবির জানান, গুণগতমান বজায় রেখে সময়মতো কাজ সম্পন্ন করাই তাদের অঙ্গীকার।

বুধবার দুপুরে এই প্রকল্প এলাকা পরিদর্শনে যান পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক। তিনি জানান, অচিরেই ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে এই ৭৩০ মিটার এলাকায় স্লোপ প্রটেকশন ও ওয়াকওয়ে নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।

এ প্রকল্প শুধু সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নয়, বরং এটি করোতোয়ার প্রতি শহরবাসীর ভালোবাসার প্রতিফলন এবং শহরের ভাবমূর্তি উন্নয়নের একটি অনন্য দৃষ্টান্ত। করোতোয়া নদীর পুনর্জাগরণ এখন বগুড়াবাসীর নতুন গর্ব।

সম্পর্কিত বিষয়: