ঘুষ নেওয়ার হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

চাঁদাবাজি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আমাদের কেউ চাঁদাবাজি বা ঘুষ নেবে না এবং কাউকে নিতেও দেব না। যদি কেউ ঘুষের জন্য হাত বাড়ায়, তার হাত অবশ করে দেওয়া হবে।’
ঢাকায় জামায়াতের সমাবেশে গিয়ে হৃদরোগে মারা যাওয়া দলীয় নেতা শাহ আলমের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে রংপুরে যান তিনি। শোকসভায় বক্তব্যে ডা. শফিক আরও বলেন,
‘সরকারে আসলে কেউ প্লট নেবে না, বিনা শুল্কের গাড়িও ব্যবহার করবে না। আমরা আগে নিজেদের ঘর ঠিক করব, তারপর দেশ।’
তিনি বলেন, ‘রাজনীতিতে ভিক্ষুক, চোর বা লুটেরা মানসিকতা নিয়ে নয়, রাজপথের লড়াকু মানসিকতা নিয়ে আসতে হবে। দেশের সম্পদ লুণ্ঠনকারীদের বলব—ভিক্ষা করো, তাও লুণ্ঠনের চেয়ে সম্মানজনক।’
ডা. শফিক আরও বলেন, ‘অভিজাতদের জন্য নয়, খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য লড়বে জামায়াত।’ তিনি দেশের চারদিকে ছড়িয়ে পড়া অপরাধ, দুর্নীতি ও অন্ধকারের বিরুদ্ধে ‘বেড়াজাল ছিঁড়ে ফেলবে’ বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শোকসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।