মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ২২ জুলাই ২০২৫

ঘুষ নেওয়ার হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

ঘুষ নেওয়ার হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

চাঁদাবাজি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আমাদের কেউ চাঁদাবাজি বা ঘুষ নেবে না এবং কাউকে নিতেও দেব না। যদি কেউ ঘুষের জন্য হাত বাড়ায়, তার হাত অবশ করে দেওয়া হবে।’

ঢাকায় জামায়াতের সমাবেশে গিয়ে হৃদরোগে মারা যাওয়া দলীয় নেতা শাহ আলমের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে রংপুরে যান তিনি। শোকসভায় বক্তব্যে ডা. শফিক আরও বলেন,

‘সরকারে আসলে কেউ প্লট নেবে না, বিনা শুল্কের গাড়িও ব্যবহার করবে না। আমরা আগে নিজেদের ঘর ঠিক করব, তারপর দেশ।’

তিনি বলেন, ‘রাজনীতিতে ভিক্ষুক, চোর বা লুটেরা মানসিকতা নিয়ে নয়, রাজপথের লড়াকু মানসিকতা নিয়ে আসতে হবে। দেশের সম্পদ লুণ্ঠনকারীদের বলব—ভিক্ষা করো, তাও লুণ্ঠনের চেয়ে সম্মানজনক।’

ডা. শফিক আরও বলেন, ‘অভিজাতদের জন্য নয়, খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য লড়বে জামায়াত।’ তিনি দেশের চারদিকে ছড়িয়ে পড়া অপরাধ, দুর্নীতি ও অন্ধকারের বিরুদ্ধে ‘বেড়াজাল ছিঁড়ে ফেলবে’ বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শোকসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ