চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম মো. সাজ্জাদ (২২)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মো. সাজ্জাদ (২৫) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন হিরাকান্দা এলাকার মো. আলমের ছেলে। তিনি নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন। তিনি নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) এমদাদুল হক বাদশার অনুসারী।
জানা যায়, ব্যানার খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ ব্যানার টানান বোরহান। রাতে বাদশার অনুসারীরা ব্যানারটি নামাতে গেলে বোরহানের পক্ষের লোকজন বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে গোলযোগ ও সংঘর্ষ বেঁধে যায়।
গোলাগুলির বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। গুলিতে একজন নিহত হয়েছেন। আহত আছেন বেশ কয়েকজন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত সাজ্জাদের ভাই মোহাম্মদ ইমরান বলেন, সাজ্জাদের মারা যাওয়ার খবর শুনে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে। তার সাথে এখন কথা বলার অবস্থা নেই। তিনি আরো বলেন, তাঁর ভাই ছাত্রদলের রাজনীতি করতেন। ভাইয়ের খুনিদের ফাঁসি চান তিনি।
সদ্য সংবাদ/এসএইচ



























