চট্টগ্রামে এনসিপির সমাবেশ শুরু

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ সমাবেশ শুরু হয়। দুপুরের পর থেকেই নগরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন দলের নেতাকর্মীরা।
এখন পর্যন্ত সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপির চট্টগ্রাম মহানগর ও জেলার নেতারা। তবে এখনো জাতীয় পর্যায়ের নেতারা মঞ্চে আসেননি। বিকেলের মধ্যেই নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কেন্দ্রীয় নেতারা সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
দলটি জানায়, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাঙামাটিতে কর্মসূচি পালন শেষে চট্টগ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সমাবেশস্থলে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ ও সোয়াট সদস্যরাও।
সম্প্রতি গোপালগঞ্জ ও কক্সবাজারে এনসিপির কর্মসূচিতে কিছু অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে এমন বাড়তি সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি নজরদারিতেও রয়েছে স্পেশাল ইউনিট।