শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ১৭ জুলাই ২০২৫

আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টিপাতের আভাস

আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টিপাতের আভাস
ছবি: ইন্টারনেট

দেশজুড়ে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিকাংশ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বাড়তে পারে তাপমাত্রাও।

টানা বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ২২৬টি গ্রামের বাড়ি, রাস্তা, পুকুর ও চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় কৃষকরা আমন ধানের বীজতলা তৈরি করতে না পারায় মৌসুমি চাষাবাদে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যাকবলিত ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে বিজিবি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। ৪ নম্বর ব্যাটালিয়নের আয়োজনে বুধবার ১,৫০০ জনকে সেবা দেওয়া হয়।

এদিকে জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে আব্দুল হান্নান জাফর (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

নাটোরের লালপুর উপজেলার শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ছে। শিক্ষার্থীরা পচা ড্রেনের পানি পেরিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছে। ড্রেনেজ সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের নজরদারি দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।