দেশের চার জেলায় ঝড়ের আশঙ্কা

দেশের চারটি জেলার ওপর দিয়ে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব ঝোড়ো হাওয়ার কারণে নৌযান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে নদীপথে চলাচলরত যাত্রী ও নৌযানগুলোকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে উপকূলে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।