রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:১৩, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:১৩, ৩ অক্টোবর ২০২৫

বিদেশে পালানোর চেষ্টা, বিমানবন্দর থেকে যুবলীগ নেতা আটক 

বিদেশে পালানোর চেষ্টা, বিমানবন্দর থেকে যুবলীগ নেতা আটক 
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান (শাহীন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হয়েছেন। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান শাহীন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানিয়েছে, শাহীন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

ভোরে শুক্রবার (৩ অক্টোবর) তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, সকালে পূর্বের একটি মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরে চাঁদপুরের আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ