গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর খবর মিথ্যা: ডিএমপি

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতালের সমর্থনে কোনো বাস পোড়ানো হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোকে ‘পুরনো ও ভুয়া’ বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
রোববার (২০ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যে ভিডিও দুটি ছড়ানো হয়েছে, তা অনেক আগের। এগুলো আজকের ঘটনা বলে প্রচার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। গুলিস্তান ও আজিমপুরে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ডিএমপি আরও জানায়, ‘একটি কুচক্রী মহল জনগণের মধ্যে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এই মহল নিজেদের অস্তিত্ব জানান দিতে বিভ্রান্তিকর ভিডিও ও ছবি ছড়াচ্ছে।’
যেকোনো সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে জানিয়ে নাগরিকদের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় ডিএমপি।