আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার নাও থাকতে পারে
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন এক রাজনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থকেরা এই নির্বাচন বয়কট করবেন। বুধবার (২৯ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানান তিনি। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, `বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন। এখন যা পরিস্থিতি, তাতে তাঁরা ভোট দেবেন না।`