‘ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইলেকশনের ট্রেনে উঠল’
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর আগেই প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। কেউ ভোট দিয়ে কেন্দ্র ছেড়ে যাচ্ছেন, আবার কেউ নতুন করে ভোট দিতে প্রবেশ করছেন। সকাল থেকে সব কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।