শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক সংযোগে নিরাপত্তা জোরদারের নির্দেশনা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি-বেসরকারি সব স্কুল, কলেজ এবং মাঠ পর্যায়ের অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা জানানো হয়।