বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, বিএনপি সেই উদ্যোগ তিন বছর আগেই গ্রহণ করেছে।” তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, আর সেই সংস্কার বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। তার মতে, বিএনপিকে সংস্কারের পাঠ শেখানোর প্রয়োজন নেই।