বৈদেশিক ঋণ ১১২ বিলিয়ন ডলার
বাংলাদেশ সরকার জুন মাস থেকে আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে ৫ বিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়েছে। এতে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১২.১৫ বিলিয়ন ডলার বা ১৩ লাখ ৬২ হাজার কোটি টাকার বেশি। গত তিন মাসে ঋণ বেড়েছে ৭৩৫ কোটি ডলার। সরকারি খাতে ঋণ বাড়লেও বেসরকারি খাতে সামান্য কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, ডলার পাচার কমে যাওয়ায় রপ্তানি ও রেমিট্যান্স আয় বাড়ছে। ফলে বাংলাদেশ ব্যাংক এখন ডলার বিক্রির বদলে কিনতে পারছে, এতে রিজার্ভও বাড়ছে। গত অর্থবছরে রেকর্ড ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০%।