জীবনে সচ্ছলতা আসে ও আয়ু বাড়ে আত্মীয়তা রক্ষায়
‘আত্মীয়’ শব্দের অর্থ স্বজন, জ্ঞাতি বা কুটুম্ব। এর আরবি প্রতিশব্দ হলো ‘আর-রাহিমু’ বা ‘যুর রাহিমে’। আত্মীয়তার সম্পর্ক রক্ষার তাৎপর্য হলো— আপনজনদের খোঁজখবর রাখা এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করা। ইবনুল আছীর বলেন, আত্মীয়তার সম্পর্ক মানে হচ্ছে বংশীয় ও বৈবাহিক আত্মীয়দের প্রতি অনুগ্রহ ও সহানুভূতি প্রদর্শন, তাদের অবস্থার খোঁজ রাখা, এমনকি তারা দূরে থাকলেও কিংবা খারাপ ব্যবহার করলেও।