জেনেভা ক্যাম্পে অভিযানে ৩২টি ককটেল উদ্ধার, আটক ৪
জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে ৩২টি ককটেল উদ্ধার, আটক ৪রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানকালে ৩২টি তাজা ককটেল, মার্বেল, গানপাউডার এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে বসিলা আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।