বিইউপি শিক্ষার্থী ধর্ষণ মামলার মূলহোতা গ্রেফতার, সহযোগী দুই দিনের রিমান্ডে
সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার অপর আসামি মিঠুন বিশ্বাসকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার (১৯ অক্টোবর) গ্রেফতার মিঠুন বিশ্বাসকে আদালতে হাজির করলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার অপর অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেফতারে জেলা পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।