সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো ছবিটি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি জানিয়েছেন, সদ্যপ্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাসপাতালের বেডে হাতকড়া পরিহিত অবস্থায় শুয়ে থাকা ভাইরাল হওয়া ছবি সম্পূর্ণ ভুয়া।বুধবার দুপুরে যশোরের কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মন্ত্রীর মৃত্যুর পর অপপ্রচার চালানো হচ্ছে। হাসপাতালে চিকিৎসার সময় মন্ত্রীর স্বজন ও চিকিৎসক উপস্থিত ছিলেন। কোনো অভিযোগ থাকলে তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।