আত্মসমর্পণের পর জামিন পেলেন মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। রবিবার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ উপস্থিত হয়ে তারা আত্মসমর্পণ করেন। বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এ সময় তাদের পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জামিন আবেদন করেন। গত ১০ নভেম্বর এক ব্যক্তিকে পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।