বনানীতে মাদক ব্যাবসার মূল হোতা সোর্স শহীদ এখনও অধরা!
রাজধানীর বনানীতে মাদক ব্যাবসার প্রধান হোতা শহিদুল ইসলাম শহীদ ওরফে সোর্স শহীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। বনানী ২ নম্বর রোড, কড়াইল বস্তি, বেদে বস্তি, গোডাউন বস্তি, এরশাদ নগর, বেলতলা সহ বিভিন্ন এলাকায় মাদকের স্বর্গ রাজ্যে পরিণত করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা যায়, বনানীর টিএন্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে থেকে সোর্স শহীদ প্রশাসনের নাকের ডগায় বসে মাদকের রমরমা বাণিজ্য পরিচালনা করছে। পুলিশের সোর্স হিসেবে বনানী থানার একাধিক এসআইয়ের সাথে তাকে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। রহস্যজনক কারণে পুলিশ তার অপকর্ম জেনেও নীরব ভূমিকা পালন করছে। এমন কী পুলিশের বিশেষ অভিযানেও গাড়িবহরে সোর্স হিসেবে তাকে দেখা যায়।