রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

মাদক ব্যবসায়ী

মাদক ব্যবসায়ী

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ বনানী পুলিশ; পুলিশের সোর্সই মাদক কারবারি

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ বনানী পুলিশ; পুলিশের সোর্সই মাদক কারবারি

রাজধানীর বনানী এলাকায় মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ পুরোপুরি ব্যর্থ। চারদিকে মাদক ব্যবসায়ীদের অবাধ বিচরণ। অলিতে-গলিতে হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে যুবসমাজের মাঝে। যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অভিযোগ আছে, বনানী থানার বর্তমান ওসি মো. রাসেল সারোয়ার মাদক নিয়ন্ত্রণে কোনো গুরুত্বই দিচ্ছেন না। মাদক ব্যবসায়ীদের ধরতে নেই কোনো অভিযান বা উল্লেখযোগ্য কোন ভূমিকা। উল্টো, পুলিশের সোর্সদের যোগসাজশেই পরিচালিত হচ্ছে মাদক ব্যাবসা। কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন, বর্তমানে মিথ্যা মামলায় নিরীহ মানুষকে ফাঁসানোর শীর্ষে রয়েছে বনানী থানা।

বনানীতে মাদক ব্যাবসার মূল হোতা সোর্স শহীদ এখনও অধরা!

বনানীতে মাদক ব্যাবসার মূল হোতা সোর্স শহীদ এখনও অধরা!

রাজধানীর বনানীতে মাদক ব্যাবসার প্রধান হোতা শহিদুল ইসলাম শহীদ ওরফে সোর্স শহীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। বনানী ২ নম্বর রোড, কড়াইল বস্তি, বেদে বস্তি, গোডাউন বস্তি, এরশাদ নগর, বেলতলা সহ বিভিন্ন এলাকায় মাদকের স্বর্গ রাজ্যে পরিণত করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা যায়, বনানীর টিএন্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে থেকে সোর্স শহীদ প্রশাসনের নাকের ডগায় বসে মাদকের রমরমা বাণিজ্য পরিচালনা করছে। পুলিশের সোর্স হিসেবে বনানী থানার একাধিক এসআইয়ের সাথে তাকে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। রহস্যজনক কারণে পুলিশ তার অপকর্ম জেনেও নীরব ভূমিকা পালন করছে। এমন কী পুলিশের বিশেষ অভিযানেও গাড়িবহরে সোর্স হিসেবে তাকে দেখা যায়।