শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট
তরুণদের ক্রীড়াচর্চা এবং ক্যাম্পাসজুড়ে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বুলডোজার (BullDozer) ‘ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প ২০২৫’। দেশের ২৪টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই ৭-সাইড আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট।