বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

প্রফেসর মুহাম্মদ ইউনূস

প্রফেসর মুহাম্মদ ইউনূস

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা প্রয়োজন, তা করব: প্রধান উপদেষ্টা

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা প্রয়োজন, তা করব: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে জন্য যা যা প্রয়োজন, তা তা করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির বিষয়েও আলোচনা করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। সকাল ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রোম সফরকালে অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব ড. ইউনূসের

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব ড. ইউনূসের

রোমে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, `একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করা গেলে তা দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা এবং তরুণ, কৃষক, নারী ও মৎস্যজীবীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।`