বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫১, ১৫ অক্টোবর ২০২৫

রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। সকাল ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রোম সফরকালে অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

ওয়ার্ল্ড ফুড ফোরামের এই ইভেন্টে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ে বিশ্বনেতারা অভিন্ন সমাধান খোঁজার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস সেখানে বাংলাদেশের অভিজ্ঞতা ও সামাজিক ব্যবসা মডেলের সফল প্রয়োগের দৃষ্টান্ত তুলে ধরেন।

রোম সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা দুপুরে সচিবালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে যোগ দেওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এমটি