পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানায় পরিচালিত অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত বাংলাদেশি ব্যক্তির কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, মুদ্রা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করে তার মাধ্যমে নিহত সন্ত্রাসীর নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে।