শিগগিরই আসছে জাতীয় বন্দর কৌশল: নৌ উপদেষ্টা
দেশের স্থল, নৌ ও সমুদ্রবন্দরগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে সরকার ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়ন করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে আয়োজিত `ওয়ার্কশপ অন কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট: প্রবলেমস, প্রসপেক্টস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড` শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।