তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ, স্পেনে মৃত্যু ১১৫০
ইউরোপজুড়ে তীব্র তাপদাহের মধ্যে স্পেনে টানা ১৬ দিনের ভয়াবহ তাপপ্রবাহে এক হাজার একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে অন্তত ১ হাজার ১৫০ জনের মৃত্যু ঘটেছে। সংস্থাটির ধারণা, এ অতিরিক্ত মৃত্যু মূলত অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার প্রভাবেই হয়েছে।