রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

অধ্যক্ষের অনুরোধে সায়েন্সল্যাব থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

অধ্যক্ষের অনুরোধে সায়েন্সল্যাব থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে চলমান অবরোধকালে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার সায়েন্সল্যাব মোড়ে আসেন। এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। পরে শিক্ষার্থীরা তাদের আহ্বানে বেলা ১১টার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

সাত কলেজের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে তারা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি ঘোষিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) অধ্যাদেশ দ্রুত প্রকাশ করতে হবে, যাতে প্রশাসনিক কার্যক্রম ও ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়।