রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

চ্যাটজিপিটি

চ্যাটজিপিটি

চ্যাটজিপিটির নতুন ফিচার, এবার নিজে থেকেই দেবে পরামর্শ

চ্যাটজিপিটির নতুন ফিচার, এবার নিজে থেকেই দেবে পরামর্শ

ওপেনএআই এবার চ্যাটজিপিটিতে যুক্ত করছে নতুন একটি ফিচার। যার নাম পালস। এখন থেকে এটি নিজে থেকেই আপনাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে। পালস একজন ব্যক্তিগত সহকারীর মতো কাজ করবে। এটি ব্যাবহারকারীর সাম্প্রতিক চ্যাট, পছন্দের বিষয় এবং অন্যান্য ডাটা বিশ্লেষণ করবে। তারপর প্রতিদিন সকালে পালস আপনাকে তৈরি করে দেবে আপনার জন্য বিশেষভাবে তৈরি একটি তথ্যের প্যাকেজ। উদাহরণস্বরূপ, পালসকে ডায়েট বলা হলে এটি ফোনের সব ডাটা, চ্যাট এনালাইসিস করে উপযোগী একটি ডায়েট চার্ট করে দেবে। কোনো স্থানের নাম লিখলে সেখানকার হোটেল-মোটেল থেকে শুরু করে দর্শনীয় স্থান, খাবার সব কিছু সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবে পালস।