জাতীয় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, মানবতার প্রতি অগাধ ভালোবাসা আর সাম্যের অগ্নিশিখায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ আগস্ট)। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের এই মহাপ্রতিভা। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেন নজরুল। ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে বেড়ে ওঠা নজরুল মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনেই বাংলা ভাষা ও সাহিত্যে রেখে গেছেন অমর সৃষ্টি। তার কবিতা, গান ও লেখা বাঙালির হৃদয়ে জাগিয়েছে স্বাধীনতার চেতনা, সাম্যের স্বপ্ন আর মানবিক প্রেম। তিনি নিজেই একসময় বলেছিলেন ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য’।