‘মুভমেন্ট ফর ইকসু’র আত্মপ্রকাশ
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হয়েও দীর্ঘ ৪৫ বছরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। কিন্তু সম্প্রতি এ নিয়ে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের শিক্ষার্থীরা। শনিবার (২৩ আগস্ট) বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের একটি উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইকসু গঠনের উদ্দেশ্যে `মুভমেন্ট ফর ইকসু` নামক একটি প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।