টানা পাঁচ দিন বৃষ্টির বার্তা, বন্যার আশঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে সারাদেশে টানা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। ইতোমধ্যে বৃষ্টির প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর পানি বৃদ্ধি পেয়েছে, রাজধানীসহ বিভিন্ন মহানগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে প্লাবনের ঘটনা ঘটেছে। বিশেষ করে সেন্টমার্টিন দ্বীপের অন্তত দুই শতাধিক বাড়ি পানিতে তলিয়ে গেছে, যেখানে কয়েকশ পরিবার পানিবন্দি অবস্থায় আছে।