শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের সঙ্গে অবিচার করা হবে: অ্যাটর্নি জেনারেল

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের সঙ্গে অবিচার করা হবে: অ্যাটর্নি জেনারেল

গণহত্যার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনাসহ আসামিদের সুষ্ঠু বিচার না হলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি ইতিহাসই অন্যায় করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধ মামলা সংক্রান্ত প্রসিকিউশনের সর্বশেষ যুক্তিতর্ক তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন। প্রসিকিউশনের পক্ষে আদালতে দাখিল করা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, `আমি বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি অন্যের উদ্দেশে বলেছিলেন, সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু তিনি এই কথা মন থেকে বলেননি। বললে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন।`

জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই এবং এটি জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী কার্যকর হবে। শুক্রবার (৩ অক্টোবর) ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগের নির্দেশে যারা অপরাধে জড়িত ছিলেন, তাদের ক্ষেত্রে সরকার আইনগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে প্রশাসনে দায়িত্ব পালনের সময় যারা গুরুতর অপরাধে জড়িত হননি, তারা দেশ ও রাষ্ট্রের স্বার্থে ভবিষ্যতেও দায়িত্ব পালন করবেন।