বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ৭ জুলাই ২০২৫

জাপার নতুন মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাপার নতুন মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সোমবার (৭ জুলাই) তাকে এই পদে নিয়োগ দেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বিষয়টি নিশ্চিত করেছেন পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

জাতীয় পার্টির দপ্তর থেকে জানানো হয়, গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলের আগের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থানে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, দলের গঠনতন্ত্রের ২০(ক) ধারায় জাতীয় পার্টির চেয়ারম্যানকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই যেকোনো সময় যেকোনো নেতাকে অপসারণ বা নিয়োগ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

এর আগেও এই একই ধারা ব্যবহার করে জিএম কাদের মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব নিয়োগ দেন। তবে এবার বিদ্রোহী গ্রুপে নাম লেখানোয় চুন্নুর জায়গায় আবার পরিবর্তন আনলেন জিএম কাদের। বর্তমানে জাতীয় পার্টি আবারও ভাঙনের মুখে। দলের সিনিয়র নেতাদের একাংশ গঠনতন্ত্রের ২০(ক) ধারা নিয়ে ব্যাপক আপত্তি তুলেছেন। তাদের অভিযোগ, এই ধারা দলের মধ্যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে।

অনেকেই দাবি করছেন, চেয়ারম্যানের একক সিদ্ধান্তে যেকোনো নেতাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা রুদ্ধ করছে। বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির একাধিক শীর্ষ নেতা, এমনকি ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর বহিষ্কৃতরাও তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। গঠনতন্ত্রের এই বিতর্কিত ধারার কারণেই সপ্তমবারের মতো ভাঙনের আশঙ্কায় পড়েছে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত এই দলটি।

সর্বশেষ