বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১২:৪৭, ২৬ জুলাই ২০২৫

চাঁদাবাজি বেড়েছে সুশাসনের অভাবে: মির্জা ফখরুল

চাঁদাবাজি বেড়েছে সুশাসনের অভাবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন সুশাসনের চরম অভাব বিরাজ করছে। আগে একজন ব্যবসায়ীকে যেখানে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীতে কোনো পরিবর্তন হয়নি, সবকিছু আগের মতোই চলছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার ( ২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লেখক নিজেই, প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘রাতারাতি কোনো সংস্কার সম্ভব নয়, তার জন্য সময় প্রয়োজন। তবে এই বাস্তবতায় গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না।’ তিনি আরও বলেন, ‘কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। বিলম্ব না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধি সংসদে গিয়ে কাঙ্ক্ষিত সংস্কার আনতে পারেন।’

আন্তর্জাতিক বাণিজ্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ট্যারিফ (শুল্কনীতি) ভবিষ্যতে আমাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে।’ তিনি মনে করেন, রাজনৈতিক দল হিসেবে দেশের উন্নয়ন ও জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা রাখা উচিত।