বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৫, ১৯ জুলাই ২০২৫

এখনো ট্রেইলার চলছে, খেলা শুরু হয়নি: কর্নেল অলি আহমদের

এখনো ট্রেইলার চলছে, খেলা শুরু হয়নি: কর্নেল অলি আহমদের
ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট এবং মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘ড. ইউনূসের কী অবস্থা হয়, সেটা একমাত্র আল্লাহ জানেন। এখনো অনেক কিছু বাকি, মাত্র ট্রেইলার চলছে, খেলা শুরু হয়নি।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার আইডিইবি মিলনায়তনে এলডিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আন্দোলনরত ছাত্রদের রাজনৈতিক দল গঠনের সমালোচনা করে অলি আহমদ বলেন, ‘ছাত্রদের উচিত ছিল রেভ্যুলেশনের গার্ড বা ওয়াচডগের ভূমিকা পালন করা কোথায় কী অন্যায় হচ্ছে, তা দেখা। কিন্তু তারা নিজেরা রাজনৈতিক দল করেছে, আর কিছু বিকৃত মস্তিষ্ক ও নাস্তিক লোকের প্রভাবে তারা বিপথগামী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি আন্দোলনের সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত ২-৩ জন নিয়ে সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতাম। তখন আমাকে বলা হয়েছিল, ছাত্ররা রাজনৈতিক দল করতে যাচ্ছে। আমি বলেছিলাম বেলুন ফুলিয়ে ঘোরে, আর দুষ্টু ছেলে এসে সেটা ফুটিয়ে দেয়। ছাত্রদের অবস্থাও এমন হবে, কারণ তাদের মাথার ওপরে কোনো ছাদ নেই। তারা এনসিপি করেছে, কিন্তু ইউনূস সাহেবও তাদের রক্ষা করতে পারবেন না।’

তিনি অভিযোগ করেন, ‘অনেক বুদ্ধিজীবী পাগল, যারা টুপি পরে, কিন্তু আল্লাহ-রাসুলকে মানে না তাদের কারণে ছেলেগুলো পথভ্রষ্ট হয়েছে। বিপ্লব, আন্দোলন ও যুদ্ধ এই তিনটি ভিন্ন জিনিস। যারা এগুলো আলাদা করতে পারে না, তারা কী ধরনের শিক্ষিত মানুষ?’

তার ভাষায়, ‘যুদ্ধ হলো সশস্ত্র লড়াই, যা স্বাধীনতার জন্য বা অন্য দেশ দখলের জন্য হয়। এখানে তা হয়নি। এখানে ছিল একটি রাজনৈতিক লক্ষ্য হাসিনা-মুক্ত বাংলাদেশ। সুতরাং মুক্তিযুদ্ধ ও একদফা আন্দোলন এক নয়।’

শেষে তিনি বলেন, ‘গাঁজা খাও তাতে আমার কিছু বলার নেই। কিন্তু মানুষের মাথায় গাঁজা ঢোকানোর চেষ্টা করো না।’


 

সম্পর্কিত বিষয়: