মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০১:০২, ৮ জুলাই ২০২৫

আপডেট: ০১:১০, ৮ জুলাই ২০২৫

অতিরিক্ত আইজি প্রিজন্স হলেন জাহাঙ্গীর কবির

অতিরিক্ত আইজি প্রিজন্স হলেন জাহাঙ্গীর কবির
ছবি: সংগৃহীত

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) জাহাঙ্গীর কবিরকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়।

জাহাঙ্গীর কবির ২০২৪ সালের ১৮ আগস্ট ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একই পদে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ২০১৩ সালে তিনি সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি পান এবং পরবর্তীতে কারা সদর দপ্তরে এআইজি (উন্নয়ন) হিসেবে কাজ করেন। তাঁর কর্মজীবনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসে তিনি ডিআইজি প্রিজন্স পদে পদোন্নতি পান এবং ২০২৩ সালের জানুয়ারিতে বরিশাল বিভাগে বদলি হন।

জাহাঙ্গীর কবির ১৯৭৬ সালের ২৪ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবু জাফর এবং মা লায়লা বেগম (প্রয়াত)। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তাঁর স্ত্রী নাজনীন নাহার, দুই ছেলে রাদ শারার ও রাদ শাহামাত।

শিক্ষাজীবনে তিনি বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।

সর্বশেষ