বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ভূমি ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক স্বাক্ষর

ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দক্ষিণ কোরিয়ার গোইয়াং শহরে ২৪-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন 2025 K-GEO Festa–র প্রথম দিন (২৪ সেপ্টেম্বর) সকালে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং দক্ষিণ কোরিয়ার Ministry of Land, Infrastructure and Transport (MoLIT)–এর ভাইস মিনিস্টার লি সাং কিয়ং স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল জরিপ এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়নে দুই দেশ যৌথভাবে কাজ করবে। অনুষ্ঠানটিতে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, চলতি বছরের জুন মাসে সিউলে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ও MoLIT-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সমঝোতা স্মারক সম্পাদনের সিদ্ধান্ত হয়। তার ধারাবাহিকতায় এবারের চুক্তি স্বাক্ষরিত হলো।
সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল এআই ও জিওস্পেশাল প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী ও সেমিনারে অংশ নেয়। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজিটাইজড জরিপ ও ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে ফলপ্রসূ আলোচনা করে।
সম্মেলনের শেষ দিনে IMAGIC Roundtable Meeting–এ বাংলাদেশসহ কোরিয়া, কাতার, সৌদি আরব, আজারবাইজান, মঙ্গোলিয়া, পেরু ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় Digital Twins, Big Data, GeoAIসহ উন্নত জিওস্পেশাল প্রযুক্তি, নীতি প্রণয়ন ও উদ্ভাবনে সহযোগিতার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সঠিক ভূমি রেকর্ড ও পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডারের অভাব বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম প্রধান সমস্যা। নতুন সমঝোতা স্মারক ও প্রযুক্তিনির্ভর জরিপের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “ডিজিটাইজড ভূমি জরিপ ও সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে দেশে আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পথ সুগম হলো। নাগরিকরা আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা পাবেন।”