বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নতুন ২ বিভাগ ও ২ উপজেলা গঠন হচ্ছে শিগগিরই

নতুন ২ বিভাগ ও ২ উপজেলা গঠন হচ্ছে শিগগিরই
ছবি: সংগৃহীত

সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আরও দুটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তও হয়েছে। সূত্র জানিয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে কুমিল্লা বিভাগ গঠন করার।

বর্তমানে দেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ মোট আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করা হয়েছিল।

নতুন বিভাগ ছাড়াও কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে দুটি উপজেলা গঠনের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। মুরাদনগরের বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে ‘বাঙ্গরা উপজেলা’। আর ফটিকছড়িকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ প্রতিষ্ঠার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মুরাদনগর উপজেলায় মোট ২২টি ইউনিয়ন রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুরকে ‘পদ্মা বিভাগ’ এবং কুমিল্লাসহ আশপাশের জেলা নিয়ে ‘মেঘনা বিভাগ’ করার প্রস্তাব উঠেছিল, তবে অর্থনৈতিক সংকটের কারণে তখন অনুমোদন মেলেনি।

এবারও নতুন বিভাগ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সাবেক এক সচিব বলেন, বিভাগ বাড়ালে কেবল নতুন প্রশাসনিক পদ সৃষ্টি হবে এবং জনখরচ বাড়বে, অথচ জনস্বার্থের বড় কোনো সুবিধা আসবে না। তার মতে, মন্ত্রিপরিষদ বিভাগ চাইলে অনলাইনে মুহূর্তেই ৬৪ জেলার ডিসিদের সঙ্গে বৈঠক করতে পারে, সেক্ষেত্রে নতুন বিভাগীয় কাঠামো বাড়ানো অযৌক্তিক।

সর্বশেষ