ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৫৬৮ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ১৪৯ জন এবং বাকিরা রাজধানীর বাইরে বিভিন্ন অঞ্চলের।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩১ হাজার ৪৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৮৬৮ জন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন সারা বছর ধরেই হচ্ছে, আর বৃষ্টি শুরু হলে তা আরও বেড়ে যায়। প্রতিরোধে মশা নিয়ন্ত্রণে ওষুধ ব্যবহারের পাশাপাশি সচেতনতা ও প্রচারণা বাড়াতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরীর মতে, শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা দিয়েই কাজ হবে না। প্রয়োজন সঠিক জরিপ, দক্ষ জনবল এবং পরিকল্পিত পদক্ষেপ।
প্রসঙ্গত, ২০২৩ সালে দেশে ইতিহাসের ভয়াবহতম ডেঙ্গু পরিস্থিতি দেখা দেয়। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।