মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮, ২৬ আগস্ট ২০২৫

কারাগারে মোবাইল ব্যবহারের সত্যতা স্বীকার আইজি প্রিজনের

কারাগারে মোবাইল ব্যবহারের সত্যতা স্বীকার আইজি প্রিজনের
ছবি: সংগৃহীত

কারাগারে বন্দিদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি জানিয়েছেন, বন্দিরা অবৈধভাবে মোবাইল ব্যবহার করে এমনকি তাকেও ফোন দেন—প্রায়শই নিজেদের প্রতিদ্বন্দ্বীদের ধরিয়ে দিতে।

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

আইজি প্রিজন বলেন, ‘আমি অস্বীকার করতে পারি না যে কারাগারে মোবাইল যায় না। বন্দিরা অনেক সময় আমাকে ফোন দেয়, উদ্দেশ্য থাকে অন্য কারো তথ্য দেওয়া বা প্রতিদ্বন্দ্বীকে ধরিয়ে দেওয়া। তবে আমরা নিয়মিত অভিযান চালাই, অনেক মোবাইল উদ্ধার করা হয়েছে। অবস্থা আগের চেয়ে ভালো, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যাবে না।’

তিনি আরও জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজারের বেশি অভিযান চালিয়ে ছোট আকারের বহু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আলামত পাওয়ায় অনেক বন্দির ‘ডিভিশন’ সুবিধাও বাতিল করা হয়েছে।

কারা প্রধান বলেন, ‘আমরা কারাগারকে নগদ টাকা মুক্ত করার উদ্যোগ নিয়েছি। গত এক বছরে কেরানীগঞ্জ কারাগার থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে। রান্না করা খাবার বাসা থেকে আনা বন্ধ করেছি।’

কারাগারে মাদক বিস্তার রোধে নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, মাদক মামলায় গ্রেফতারদের বিশেষ সেলে রাখা হচ্ছে যাতে তারা ভেতরে মাদক ছড়াতে না পারে। এমনকি বন্দির পেটে করে ইয়াবা আনার চেষ্টাও ধরা পড়েছে। এক বন্দির পেটে ১,২০০টি ইয়াবা পাওয়া গেছে বলে জানান তিনি।

আইজি প্রিজন বলেন, ‘আমরা শতভাগ সফল না হলেও, অবস্থার উন্নতি হয়েছে। চট্টগ্রামে মাদক প্রবেশের ঘটনা বেশি ধরা পড়ছে। এমনকি যেসব কারারক্ষী মাদকে জড়িত, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ