২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর, চূড়ান্ত রায়ের অপেক্ষায় মামলা

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই দশক পেরিয়ে ২১ বছর পূর্ণ হলো আজ। তবে এত দীর্ঘ সময়েও বহুল আলোচিত এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বৃহস্পতিবার (২১ আগস্ট) আসামিপক্ষের আপিল শুনানি শেষে সর্বোচ্চ আদালত রায়ের দিন ঘোষণা করবেন।
এর আগে হাইকোর্টে খালাস পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসাদেশ বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ মামলার চূড়ান্ত শুনানি করছে।
আসামিপক্ষের দাবি, তারেক রহমানকে জড়াতে দ্বিতীয় দফা তদন্ত করানো হয় এবং জঙ্গি নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ব্যবহার করা হয়।
গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের খালাস দেন। এ রায়ে ডেথ রেফারেন্স নাকচ করা হয় এবং আসামিদের আপিল মঞ্জুর করা হয়।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারান। এরপর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের হয়।
২০১৮ সালে বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করে। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।