‘চূড়ান্ত পর্যায়ে জুলাই সনদ, দুই-তিন দিনের মধ্যে ঐকমত্য’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, টানা আলোচনার মাধ্যমে আগামী দুই-তিন দিনের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত করা সম্ভব হবে।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের ২০তম দিনের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, “এখন পর্যন্ত ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। দুটি বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) থাকলেও আলোচনার মাধ্যমে সেগুলোরও সমাধান আসবে বলে আশা করি।”
তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো নিয়েই আমরা ঐতিহাসিক সনদ তৈরি করতে চাই—যেটা ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতির পথরেখা হিসেবে বিবেচিত হবে।”
বৈঠকে বিএনপি, জামায়াত, সিপিবি, এনসিপি, গণসংহতি, এবি পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান প্রমুখ।
কমিশন সূত্র জানিয়েছে, চূড়ান্ত সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আরও কয়েকদিন চলবে।