বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ২৬ জুলাই ২০২৫

নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ হোন: প্রধান উপদেষ্টা

নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ হোন: প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা প্রতিহত করতে সকল গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘পরাজিত ও পতিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে, তখনই গন্ডগোল সৃষ্টি করছে। এসব অপচেষ্টা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে।’

তিনি বলেন, ‘যদি অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারি, তবে এই মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে।’

নির্বাচনপ্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে ড. ইউনূস বলেন, ‘যখনই আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। কিন্তু গণতন্ত্র প্রশ্নে সবগুলো শক্তির ঐক্য এখন স্পষ্ট, কোনো ষড়যন্ত্রেই অগ্রযাত্রা থামানো যাবে না।’

তিনি সকল রাজনৈতিক দলের প্রতি সহাবস্থান ও সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দলগুলোর সমন্বিত ভূমিকা অপরিহার্য।’