শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১২:৪৮, ২২ জুলাই ২০২৫

বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল: আইএসপিআর

বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল: আইএসপিআর
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ নয়, একটি যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। 

মঙ্গলবার (২২ জুলাই) এক বার্তায় সংস্থাটি বিষয়টি স্পষ্ট করে জানায়, কিছু সংবাদমাধ্যমে বিমানটিকে ‘প্রশিক্ষণ বিমান’ হিসেবে উল্লেখ করা হলেও সেটি সঠিক নয়।

আইএসপিআর জানায়, ‘বিমানটি একটি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান, যা মূলত যুদ্ধে ব্যবহারের উপযোগী। এটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিল। তবে এটি প্রশিক্ষণ বিমানের শ্রেণিভুক্ত নয়।’

ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে। কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছু সময় পরই যুদ্ধবিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল চত্বরে অবস্থিত একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়।

সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং আরও ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।