বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ১৯ জুলাই ২০২৫

সন্ত্রাসীদের গ্রেফতার-বিচারে সহযোগিতার আহ্বান তথ্য উপদেষ্টার

সন্ত্রাসীদের গ্রেফতার-বিচারে সহযোগিতার আহ্বান তথ্য উপদেষ্টার
ছবি: সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন, তবে একইসঙ্গে মানবাধিকার রক্ষায় সকলকে সচেতন থাকার অনুরোধ করেছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেফতারে ও বিচারে সহযোগিতা করুন। কিন্তু নাগরিক হিসেবে সবার মানবাধিকারের পক্ষে থাকুন। কোনো এলাকাকে ‘ঘেটো’ বানানোর চেষ্টা করবেন না।’

মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেন, ‘গোপালগঞ্জের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু, যারা আওয়ামী লীগের শাসনামলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছেন। আমাদের উচিত, বাংলাদেশজুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী করা।’

তিনি আরও লেখেন, ‘হাসিনার পরাজয় কেবল রাজনৈতিক ছিল না, এটি ছিল নৈতিক পরাজয়ও। সেই নৈতিক উচ্চতাকে হারিয়ে ফেলা উচিত নয়। গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা এবং সুবিচারের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, তা পূরণ করা আমাদের দায়িত্ব।’

পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম আরও লিখেছেন, ‘অনেকেই এখনো পুরোনো ব্যবস্থাকে ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার পথে কেউ নেই। অথচ পুরনো বন্দোবস্ত এখন ভেঙে পড়েছে। একে এখন আর ভাঙা সম্ভব নয়, বরং চেষ্টা করলে তা আরও বেঁকে যাবে। আমাদের উচিত এখন গঠনের দিকে মনোযোগ দেওয়া।’

তিনি স্বীকার করেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমরা অপ্রস্তুত ছিলাম, আমাদের অভিজ্ঞতার অভাব ছিল। ফলে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ সম্ভব হয়নি। তবে এখন সুযোগ আছে যদি আমরা একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে পারি, তবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।’