শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ১৩ জুলাই ২০২৫

এক লাখ শিক্ষক নিয়োগে আবেদন ফি জমার শেষ দিন আজ

এক লাখ শিক্ষক নিয়োগে আবেদন ফি জমার শেষ দিন আজ
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদনের ফি জমা দেওয়ার শেষ সময় আজ রবিবার (১৩ জুলাই) রাত ১২টা পর্যন্ত।

গত ১০ জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ হয়। এরপর যারা আবেদন করেছেন, তাদের ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ আজ রাত ১২টার মধ্যেই ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন ফি গ্রহণ করা হবে না।

এবারের নিয়োগে মোট ১ লাখ ৮২২টি পদে শিক্ষক নেওয়া হবে, যার মধ্যে স্কুল ও কলেজে ৪৬,২১১টি পদ, মাদরাসায় ৫৩,৫০১টি পদ, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি পদ।

গত ২১ মার্চ এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।