বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১৬ আগস্ট ২০২৫

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
ছবি: ইন্টারনেট

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার ও গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। শনিবার (১৬ আগস্ট) দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে পুরো ভবন ধসে পড়েছে ও চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কারখানাটিতে মূলত এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ তৈরি হতো। এর আগে ২০২১ সালে একই কারখানায় আরেকটি বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছিল।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাওয়েল মালকভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান,

“বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ এক দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।”

উল্লেখ্য, রাশিয়ায় এই ধরনের সামরিক ও রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে থাকে। নিরাপত্তা ও তদারকির ঘাটতিকে এর জন্য দায়ী করা হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ