চীনে দুই যুদ্ধজাহাজের সংঘর্ষ

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবোরো শোলে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ও কোস্টগার্ডের একটি জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটেছে। ঘটনাটি ঘটে ফিলিপাইন কোস্টগার্ডের একটি টহল জাহাজকে তাড়া করার সময়।
নিউজউইকের বরাতে জানা যায়, সংঘর্ষে চীনা কোস্টগার্ডের জাহাজ CCG 3104 উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অচল হয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, BRP Suluan নামের ফিলিপাইনের টহলজাহাজকে ধাওয়া করতে গিয়ে CCG 3104 হঠাৎ বাঁ দিকে মোড় নিয়ে সরাসরি চীনা নৌবাহিনীর টাইপ ০৫২ডি ডেস্ট্রয়ার Guilin-এর সঙ্গে ধাক্কা খায়।
ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, তারা সংঘর্ষের পর চীনা জাহাজে থাকা নাবিকদের চিকিৎসা সহায়তার প্রস্তাব দেয়। এ সময় তাদের মৎস্য বিভাগ স্থানীয় জেলেদের জন্য খাদ্য ও সরঞ্জাম সরবরাহে একটি মিশন চালাচ্ছিল।
চীনা কোস্টগার্ড পরে এক বিবৃতিতে দাবি করে, ফিলিপাইনের জাহাজগুলো তাদের সমুদ্রসীমায় ‘অবৈধভাবে’ প্রবেশ করেছে এবং আইন অনুযায়ী তাদের বাধা দেওয়া হয়েছে, তবে সংঘর্ষ নিয়ে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকরা বলছেন, চীনের নৌবাহিনীর সরাসরি সম্পৃক্ততা এই বিরোধে নতুন উত্তেজনা তৈরি করেছে। হেরিটেজ ফাউন্ডেশনের গবেষক ব্রেন্ট স্যাডলারের মতে, ঘটনাটি দক্ষিণ চীন সাগর পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
২০১৬ সালে আন্তর্জাতিক আদালত স্কারবোরো শোলের মালিকানা দাবিতে চীনকে খারিজ করে দিলেও বেইজিং রায় মেনে নেয়নি। চীন ও ফিলিপাইনের মধ্যকার এই অঞ্চলে আধিপত্য নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে।